গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা মীরগঞ্জ বাজার কমিটি নির্বাচন জমে উঠতে শুরু করেছে। নির্বাচনে সভাপতি, সেক্রেটারী,অর্থ সম্পাদক ও কার্য নির্বাহী সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়েফ উদ্দিন (চেয়ার প্রতীক),নাছির উদ্দিন (ঘোড়া),ও লুৎফুর রহমান (ছাতা).সহ-সভাপতি পদে রেজাউল করিম (ফুটবল),আজিম উদ্দিন(মাছ) ।সাধারণ সম্পাদক পদে আবুল বাশার রানিক (দেওয়াল-ঘড়ি),নাজমুল ইসলাম (বাঘ). সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাসেম উদ্দি(গোলাপ-ফুল),হেলাল উদ্দিন (মই),অর্থ সম্পাদক পদে আব্দুল আহাদ রোকন(তালা-চাবি),তোফায়েল আহমদ (উড়ো-জাহাজ) প্রতীক লড়াইতে নেমেছেন . নির্বাহীসদস্য ১২ টি পদে দেলোয়ার হোসেন (মোটর -সাইকেল),কবির আহমদ (ডাব),কামরুজ্জামান (আম), সমিরন দাশ (বিদুতিক পাখা)আবু বক্কর হানিফ (কলস),সিদ্দিক অ্যালম (টেলিভিশন),মাসুক উদ্দিন (কাপ-পিরিচ),আব্দুল জলিল(লাঙ্গল), কালিলুর রহমান খলু (চশমা),আব্দুল জালাল (সেলাই-মেশিন),মঈনউদ্দিন (মোরগ) মাঠে নেমেছেন।২১০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করবে।০৬ জুন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে প্রার্থীরা ভোট প্রার্থনা করে ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে ফিরছেন। বাজারের চায়ের স্টল ও দোকানে দোকানে ভোট প্রার্থনা, ভোট নিয়ে আলোচনা এবং প্রার্থীর উপযেগিতা নিয়ে চলছে স্বরস আলোচনা। প্রার্থীর সমর্থকরাও স্ব-স্ব প্রার্থীর পক্ষে ভোট পেতে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
মীরগঞ্জ বাজার কমিটি নির্বাচন জমে উঠছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১০:৪২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »