সিলেট পোষ্ট রিপোর্ট: রাজধানীর কলাবাগান লেক সার্কাসের একটি বাসায় আগুন লেগে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন মমতাজ বেগম (৫০), রোজী বেগম (৪০), সুমন (৩০), রেশমা আক্তার (২৫), অয়ন (২০), বিথি আক্তার (১৫) ও রাব্বি (১০) আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এলাকাবাসী জানান, ভোর ছয়টার দিকে ওই বাসার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে সবাই ছুটে যান। পরে সেখান থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান তারা।