সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সালমানের ‘হিট অ্যান্ড রান’ মামলার নথি পুড়ে ছাই!

30সিলেট পোষ্ট রিপোর্ট:  দীর্ঘ ১৩ বছর পর বলিউড অভিনেতা সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় ঘোষণা করা হয় গত ৬ মে। মুম্বাইয়ের একটি স্থানীয় আদালত মামলার রায়ে এ অভিনেতাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে এখন জামিনে রয়েছেন তিনি। কিন্তু বহুল আলোচিত এ মামলার প্রকৃত নথি নাকি ২০১২ সালেই পুড়ে গেছে।

 

সালমানের এ মামলার প্রকৃত নথি মহারাষ্ট্র সরকার এমনকি বিচারবিভাগের কাছেও নেই বলে জানা গেছে। কারণ ২০১২ সালের জুনে একটি অগ্নিকান্ডে সেগুলো পুড়ে যায়। মনসুর দরবেশ নামক এক ব্যক্তি এ মামলার তথ্য জানতে আরটিআই (তথ্য জানতে পাওয়ার অধিকার) করলে এ তথ্য বেরিয়ে আসে। কর্তৃপক্ষ মনসুরকে জবাব দেন, এ মামলার সকল নথি আগুনে পুড়ে গেছে।

 

ভারতীয় একটি পত্রিকাকে মনসুর বলেন, ‘আমি মামলাটির রাষ্ট্রপক্ষের কাউন্সিলর, আইনজীবী, লিগ্যাল অ্যাডভাইজার, পাবলিক প্রসিকিউটরের সংখ্যা এবং কিছু প্রয়োজনীয় তথ্যসহ এ যাবৎ মামলাটির জন্য রাষ্ট্রপক্ষের কত টাকা ব্যয় হয়েছে তা জানতে আরটিআই করি। এতে তারা আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি জানান। পাশাপাশি তারা কথা দিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধারের কিন্তু তা এখনো করেননি।’

 

এর মাধ্যমে আলোচিত এ মামলার অজানা কিছু তথ্য অজানায় থেকে যাবে বলে অনেকের ধারণা। ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমানের জামিনের মেয়াদ শেষ হবে আগামী ১৫ জুন। এদিকে ১৮ জুন মুক্তি পাবে এ তারকার বহুল প্রতীক্ষিত সিনেমা বাজরাঙ্গি ভাইজান।

 

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি বান্দ্রায় বেকারিতে ধাক্কা মারে। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন চারজন। এরপর এ তারকার বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.