প্রেসবিজ্ঞপ্তি:কুশিঘাট, বোরহানাবাদে অবস্থিত ‘ইনুর স্কুল’এ নারীদের সেলাই প্রশিক্ষন ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অবিভাবক ও সেলাই প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকাল ৪টায় কবি কামাল আহমদ’র পরিচালনায় ও স্কুলের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ রহমান ইনু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জর্জ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মজীবি মহিলা সংসদের সভানেত্রী রেনুফা রাকি, দৈনিক মানবকন্ঠের স্টাফ ফটোগ্রাফার আনোয়ার হোসেন, মীম ট্রেড লিঙ্ক’র পরিচালক নুরুল ইসলাম আলম, সামী ট্রেড এন্ড ট্যুর’র সত্ত্বাধিকারি মো. আনোয়ার হোসেন, শ্রীহট্ট আলোর দিশারী সমবায় সমিতির সেলাই প্রশিক্ষক হাফছা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট জর্জ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের নারীরা বিশ্বের প্রতিটি দেশে সুনামের সাথে বিভিন্ন পেশায় কাজ করে যাচ্ছে, আজকে যারা এখানে সেলাই প্রশিক্ষন নিয়েছে তারা যদি এর সঠিক চর্চা করে তবে দেশের নারীরা আরও এগিয়ে যাবে।
কুশিঘাট নারীদের সেলাই প্রশিক্ষন ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ২:৩৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »