সিলেটপোস্টরিপোর্ট:সাভার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাভারের এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ দু’জনকে আটক করেছে।শনিবার বিকেলে আশুলিয়ার টাকশুর এলাকায় থানা যুবলীগ নেতা রাসেল দেওয়ান ও সোহাগ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান জানান, ডিস ব্যবসা, ঝুট ও পরিবহন সেক্টরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে টাকশুর এলাকার বিশ্বাস গ্রুপের প্রধান ফটকের সামনে উভয় গ্রুপ অবস্থান নিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে ইট-পাটকেল ও কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন যুবলীগের কর্মী রূপু। আহত হন আরও চারজন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।আটকদের মধ্যে লরিন নামের একজনের নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
আশুলিয়ায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৫
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ১০:১৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »