সিলেটপোস্টরিপোর্ট:জুনুদ আল তাওহীদ খিলাফাহ’ নামে দেশে নতুন জঙ্গী সংগঠনের এক সংগঠককে গ্রেফতার করেছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লহ আল গালিব (২৭)। তিনি এক সাবেক সেনা কর্মকর্তার ছেলে তবে আঁতর ব্যবসায়ী।আজরোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এই তথ্য জানান।তিনি জানান, শনিবার দিবাগত রাতে রাজধানীর রারিধারা ডিওএইচএস ২নম্বর লেনের ২১১ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আব্দুল্লাহ আল গালিবের ১টি পাসপোর্ট, ৪টি হার্ডডিক্স, ২টি পোর্টেবল হার্ডডিক্স, ১০টি সিডি, ১০সিডি কাভার, এটি মেইড ইন পাকিস্থান লেখা টুপি, ১টি সিপিইউ, জিহাদী বই ৪৩টি ও কয়েকটি ম্যাগাজিন জব্দ করা হয়।তিনি আরো জানান, সে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআই’র মতাদর্শে খেলাফত প্রতিষ্ঠা করতে ‘জুনুদ অত তাওহিদ ওয়াল খিলাফা’ নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছে। গলিব ইন্টারনেটের মাধ্যমে সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে। তাদের বর্তমানে ১৫ থেকে ২০ জনের সদস্য রয়েছে।ডিসি জানান, তাদের লক্ষ্য ছিলো বাংলাদেশ থেকে গণতান্ত্রিক সরকার উৎখাত করে জঙ্গী রাষ্ট্রের পরিনত করা।গ্রেপতারকৃত গালিবের বাবার নাম মেজর (অব.) আব্দুল্লাহ। তিনি এ এবং ও লেবেল শেষ করেছে। এই সংগঠনের আগে তিনি হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করেছে। তিনি আঁতর ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যোশর।
বাংলাদেশের আইএস সমন্বয়ক আতরের ব্যবসায়ী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩১, ২০১৫ | ২:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »