সিলেটপোস্টরিপোর্ট:নগরীর সাপ্লাই রোডে গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন এলাকাবাসী। গত এক সপ্তাহ আগে ত্রুটিপূর্ণ স্থান উন্মুক্ত রাখার কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানান তারা।রোববার রাত পৌনে নয়টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাসূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে আম্বরখানা-সাপ্লাই রোডের বাসিন্দাদের গ্যাস লাইন দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এলাকাবাসীর বার বার অভিযোগের প্রেক্ষিতে গত এক সপ্তাহ আগে গ্যাস কর্তৃপক্ষ লাইনের ত্রুটি সারাতে সংশ্লিষ্ট স্থানে লোক পাঠায়। তারা ঐ স্থানে গর্ত খুঁড়ে ত্রুটি সারাতে ব্যর্থ হন। এরপর তারা ত্রুটি না সারিয়ে পরদিন দেখবেন বলে চলে যান। পরবর্তীতে এক সপ্তাহ অতিক্রাম হওয়ার পরও তারা ঐ ত্রুটি সারাতে আসেননি।রোববার রাত পৌনে নয়টার দিকে আম্বরখানা-সাপ্লাই রোডের পারভেজ সো-মিলের সামনে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রাত সোয়া নয়টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।এলাকার প্রবীন বাসিন্দা পুতুল মিয়া জানান, অনেকদিন ধরে বলার পরও তারা (গ্যাস কর্তৃপক্ষ) লাইনের ত্রুটি সরাতে আসেননি। ঝুঁকিপূর্ণ এই বিষয়টির ব্যাপারে বার বার বলার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি ।স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব জানান, আমি এলাকার কাউন্সিলর হিসেবে গ্যাস কর্তৃপক্ষকে লাইনের ত্রুটি সরানোর জন্য অনুরোধ করেছিলাম। তারা আমার অনুরোধ রাখেননি।
নগরীর সাপ্লাই রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ২:০৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »