সিলেটপোস্টরিপোর্ট:ভাঙ্গা নয়, কিভাবে জোটের গতিশীলতা বৃদ্ধি করা যায় সে ব্যাপারেই নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে ২০ দলীয় জোটের অন্তত ১০ টির ও বেশি অধিক রাজনৈতিক দল।২০ দলীয় জোটের একাধিক দায়িত্বশীল সূত্রে এ কথা জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত শনিবার রাতে ২০ দলীয় জোটে থাকা অন্তত ১০টিরও অধিক দল বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপশি তারা নিবন্ধন যুক্ত সমমনা রাজনৈতিক দল গুলোকেও জোটে আসার আমন্ত্রণ জানাবেন বলে সিদ্ধান্ত নেন। এসময় সব ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা সজাগ থাকবেন এমনকি সরকারের কোনো ফাতানো ফাঁদে পা রাখবেননা বলেও তারা সিদ্ধান্ত নেন।সূত্রটি থেকে আরো জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে তার উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ম্যাডাম ২০ দল ফিস দল দরকার নেই। জোট ভেঙ্গে দেন। তাদের বিএনপিতে যোগ দিতে বলেন, অন্যথায় তারা যুবপথ আন্দোলন করুক। তার এমন বক্তব্যে জোটের নেতৃবৃন্দ ক্ষুব্দ ও অপমান বোধ করেছেন। আগামীতে আবার যখন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে তখন তারা তাদের এ বিষয়টি তুলে ধরবেন।
গতিশীলতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ২০ দল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ১:৫৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »