সিলেট পোস্ট রিপোর্ট: শাড়ি ছেড়ে সেই কবে মেয়েরা গায়ে জড়িয়েছে জিন্স-প্যান্ট। আর সেই মনের ক্ষোভটাই এবার পুষিয়ে নিতে চলেছে ছেলেরা। লন্ডনে শুরু হয়েছে‘ মেন ফ্যাশন উইক”। গ্রীষ্মকালীন পোষাকের সম্ভার নিয়ে হাজির দেশ-বিদেশের সব ডিজাইনার।
তাঁদের তৈরি পোশাক পড়েই একে একে র্যাম্পে হাঁটলেন হ্যান্ডসাম বয়জ। তবে এবারের পোশাকে ছিল অন্য চমক। পুরুষ পোশাকে প্রকৃতির ছোঁয়া। মেয়ের বক্ষবন্ধনী থেকে শুরু করে হট প্যান্ট, জ্যামসুট, সালোয়ার এক কথায় মেয়েদের পোশাকের আদলে এবার নিজের কালেকশন গুছিয়েছেন
ক্রিস্টোপিয়ার স্যানন। আর তাঁর এই নতুন প্রয়াশকে অভিনন্দন জানালো লন্ডন। আসুন চোখ রাখি সেই র্যাম্পে।