সিলেট পোস্ট রিপোর্ট: জামালপুরে ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (১৭) নামে এক মেধাবী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নান্দিনা এম এইচ কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
শনিবার সকাল সাড়ে ৮টায় তার টুকরো টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ইকবাল জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে নান্দিনা স্টেশনের রেল লাইনের উপর কয়েক টুকরো হয়ে যাওয়া ইকবালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
নান্দিনা এম এইচ কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার ঘোষ বলেন, ‘আমার বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। তার প্রকৃত মৃত্যুরহস্য এখনও আমরা জানতে পারিনি।’
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।