সিলেটপোস্টরিপোর্ট:রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের একটি বাড়িতে আমেনা আক্তার ওরফে রেশমা (১৮) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাবার নাম আলমগীর হোসেন। তিনি মিরপুর বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ২নম্বর সেকশনের চ-ব্লকের ২৬৫/২৬৬ নম্বর বাড়িতে এই খুনের ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে লোকজন ভীড় করছেন। দুপুর ২ টা পর্যন্ত ঘটনাস্থলে মিরপুর থানার পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিতে ছিল।এ রিপোর্ট লেখার সময় বুধবার দুপুর সোয়া ২ টা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।মিরপুর থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে এসআই মিজানুর রহমান গিয়েছেন। নিহতের পরিচয়সহ বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান তিনি।
মিরপুরে গলা কেটে কলেজ ছাত্রীকে হত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৯, ২০১৫ | ৬:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »