সিলেট পোস্ট রিপোর্ট : টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে।’
বুধবার যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রিভিউয়ের আবেদন খারিজের দুই ঘণ্টা পর দুপুরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বন্ধ হয় বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাপসগুলোও।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বন্ধ হওয়ার বিষয়ে বিকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অ্যাপগুলো বন্ধ করার সময় এ সমস্যা হতে পারে।’
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।’