সিলেটপোস্টরিপোর্ট:সব আসামী আদালতে অনুপস্থিত থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়েছে। আসামী ও সাক্ষী উপস্থিত না হওয়ায় এ নিয়ে ছয়বার পেছালো এ মামলার সাক্ষগ্রহণ।বৃহস্পতিবার সকাল ১১টায় সাক্ষ্যগ্রহণের দশম দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে তিন সাক্ষীর সাক্ষগ্রহণের কথা থাকলেও হরতালের কারণে মামলায় গ্রেপ্তার ১৪ আসামীর কাউকে আদালতে হাজির না করায় সাক্ষগ্রহণ হয়নি।আগামী ২৫ ও ২৬ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্যগ্রহণ। এখন পর্যন্ত মামলায় ৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলায় ১৭১ জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা : ১৪ আসামীর কেউ আদালতে হাজির হননি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৯, ২০১৫ | ৩:০১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »