সিলেটপোস্টরিপোর্ট:সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, এফপিএবি মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ প্রজনন স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেটে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষত সিলেটে বিভাগে পরিবার পরিকল্পনা কার্যক্রমের সরকারের সম্পূরক ও পরিপূরক হয়ে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। যা সত্যি প্রশংসার দাবিদার।তিনি রবিবার জেলা পরিষদ মিলনায়তনে এফপিএবি’র সাপ্তাহব্যাপী পরিবার পরিকল্পনার প্রচার ও সেবা সাপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।এফপিএবি সিলেটের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জান ডা. হাবিবুর রহমান, রাজিয়া বেগম। এদিকে প্রচার সপ্তাহ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালি বের করা হয়।
এফপিএবি’র প্রচার সপ্তাহ উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৫:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »