সিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর গুলশানে কানাডার দূতাবাসের সামনে পুলিশ বহনকারী একটি বাস উল্টে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতদের মধ্যে কনস্টেবল আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান ও আফসার উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অপর এক পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৬জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।