সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ক্লিনিকে তালা ঝুলতে দেখে এমপি কেয়া চৌধুরীর ক্ষোভ-কর্মকর্তা মোর্শেদা আক্তারকে সাসপেন্ড

3সিলেটপোস্ট রিপোর্ট :বাহুবল উপজেলার ভাদেশ্বর ও লামাতাসি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় সময়ই তালাবদ্ধ থাকে। এসব স্বাস্থ্য কেন্দ্রের ন্যায় উপজেলার পশ্চিম ভাদেশ্বর, অমৃতা কমিউনিটি ক্লিনিকের একই অবস্থা বিরাজ করছে। এর ফলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে গিয়ে তিনি দেখতে পান স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তালা ঝুলছে। এ সময় এলাকাবাসী এসে এমপিকে জানান, এখানে কোন ঔষধ দেয়া হয় না। তারা কর্মকর্তা-কর্মচারীরা মনগড়াভাবে আসা যাওয়া করেন এর প্রতিবাদ করেও কোন প্রতিকার পাননি। এদিকে গতকাল বুধবার দুপুরে এমপি কেয়া চৌধুরী পরিদর্শনকালে ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘন্টাখানেক পরে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা এসে হাজির হয়ে তারা খুলে দেন। এ সময় এমপি’র কাছে এসব কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিচার দাবী করেন। সেবা বঞ্চিত নানা পেশার শতাধিক লোক। এর সাথে তারা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সঠিক সেবা নিশ্চিত করারও দাবী জানান। এসব অভিযোগ পেয়ে এমপি কেয়া চৌধুরী তাৎক্ষণিক বিষয়টি হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। সিভিল সার্জন বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, কর্তব্য অবহেলায় পশ্চিম ভাদেশ্বর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা মোর্শেদা আক্তার তালুকদারকে সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের অবহেলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতিশীলভাবে কাজ করছে। আর সরকারী বেতন খেয়ে এসব পরিদর্শন করা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে, আর নিজ চেম্বারে বসে টাকার নিমিময়ে সেবা দিবেন এটা মেনে নেয়া যাবে না।

ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দিদার আলী, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ দলীয় নেতাকর্মী, সাংবাদিক, এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.