সংবাদ শিরোনাম
সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «  

ক্লিনিকে তালা ঝুলতে দেখে এমপি কেয়া চৌধুরীর ক্ষোভ-কর্মকর্তা মোর্শেদা আক্তারকে সাসপেন্ড

3সিলেটপোস্ট রিপোর্ট :বাহুবল উপজেলার ভাদেশ্বর ও লামাতাসি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় সময়ই তালাবদ্ধ থাকে। এসব স্বাস্থ্য কেন্দ্রের ন্যায় উপজেলার পশ্চিম ভাদেশ্বর, অমৃতা কমিউনিটি ক্লিনিকের একই অবস্থা বিরাজ করছে। এর ফলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে গিয়ে তিনি দেখতে পান স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তালা ঝুলছে। এ সময় এলাকাবাসী এসে এমপিকে জানান, এখানে কোন ঔষধ দেয়া হয় না। তারা কর্মকর্তা-কর্মচারীরা মনগড়াভাবে আসা যাওয়া করেন এর প্রতিবাদ করেও কোন প্রতিকার পাননি। এদিকে গতকাল বুধবার দুপুরে এমপি কেয়া চৌধুরী পরিদর্শনকালে ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘন্টাখানেক পরে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা এসে হাজির হয়ে তারা খুলে দেন। এ সময় এমপি’র কাছে এসব কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিচার দাবী করেন। সেবা বঞ্চিত নানা পেশার শতাধিক লোক। এর সাথে তারা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সঠিক সেবা নিশ্চিত করারও দাবী জানান। এসব অভিযোগ পেয়ে এমপি কেয়া চৌধুরী তাৎক্ষণিক বিষয়টি হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। সিভিল সার্জন বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, কর্তব্য অবহেলায় পশ্চিম ভাদেশ্বর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা মোর্শেদা আক্তার তালুকদারকে সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের অবহেলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতিশীলভাবে কাজ করছে। আর সরকারী বেতন খেয়ে এসব পরিদর্শন করা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে, আর নিজ চেম্বারে বসে টাকার নিমিময়ে সেবা দিবেন এটা মেনে নেয়া যাবে না।

ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দিদার আলী, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ দলীয় নেতাকর্মী, সাংবাদিক, এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.