সিলেটপোস্ট রিপোর্ট : ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর আয়োজিত মাসিক শূরা সভায় সহ-সভাপতি মাওলানা নুরুল হকের সভাপতিত্বে, নগর সেক্রেটারী ক্বারী আবু ইউসুফ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল হক জালালাবাদী। তিনি বলেন, সন্ত্রাস হচ্ছে একটি আন্তর্জাতিক ধর্মীয় ও সামাজিক ব্যাধি। দেশীয় ও আন্তর্জাতিক জঙ্গী ও সন্ত্রাসীরা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। দেশ বিদেশে ধর্মের নামে যত সন্ত্রাসী কর্মকান্ড ঘটছে তাতে কোন অবস্থাতেই ইসলামকে দোসারোপ ও দায়ী করা যাবে না। কোরআন সুন্নাহ পরিচালিত কোন দাওয়াতী কর্মকান্ডের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণ হারাম। আমরা সম্মিলিতভাবে সকলে মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুকতাদীর, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা সালেহ আহমদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা মাশুক আহমদ, মাওলানা সালমান আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান আহমদ, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইদ্রিস আহমদ, ক্বারী মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।
সিলেটপোসট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৬.১১.২০১৫