সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিলেট জেলা সড়ক পরিবহন শ্র্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চৌহাট্টা কমিটির প্রতিবাদ সভা

26সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট নগরীর রিকাবীবাজার দাড়িয়াপাড়া চৌহাট্টা এবং আম্বরখানা রোড এলাকায় বিগত ৩৫ বৎসর যাবত লাইটেস  স্ট্যান্ড হিসেবে অস্থায়ীভাবে সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের রেজি নং ১৪১৮ অস্তরভুক্ত অনুযায়ী ব্যবহার করা হয়েছে কিন্তু হঠাৎ করে বিনা নোটিশে স্ট্যান্ডগুলো উচ্ছেদ করা হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের রেজি নং ১৪১৮ অন্তর্ভুক্ত চৌহাট্টা মাইক্রোবাস উপশ্রমিক রোড কমিটির ১, ২, ৩, ৪, ও রিকাবীবাজার মাইক্রোবাস কমিটির যৌথ উদ্যোগে  এক প্রতিবাদ অনুষ্টিত হয়। চৌহাট্টা এক এর সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক  ইউনিয়নের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সওদাগরের পরিচালনায় প্রধান অতিথির বক্ত্যবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিক বলেন হঠাৎ করে আমাদের পরিবহন শ্রমিকদের উপর এ ধরণের অবিচারিক কাজ করা ঠিক নয় বিগত ৩৫ বৎসর যাবত লাইটেস  স্ট্যান্ড হিসেবে অস্থায়ীভাবে এসব স্থানে পরিচালনা করে আসছিল কিন্তু যদি আমাদের পরিবহন শ্রমিকদের স্ট্যান্ডএর বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা পরিবহন শ্রমিকরা উপকৃত হব তাই প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন জেলার যুগ্ম সাধারন সম্পাদক আইয়ুব মিয়া, সহ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, জেলা সদস্য সুহেল আহমদ, মকবুল হোসেন বাদল। শাখা কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবিদ বাজার মাইক্রবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ তাপাদার, মোঃ শাহজাহান হোসেন, সম্পাদক সাজু মিয়া, রশিদ মিয়া,  হানিফ মিয়া, শামিম আহমদ, সাইদুল ইসলাম, আহাদ মিয়া, লতিফ মিয়া, রঞ্জিত দে, দিদার বক্স হেলাল, ছমির উদ্দিন সাগর, মোঃ আলী আকবর রাজন, শফিকুল ইসলাম খোকন, মোঃ জামালা চৌধুরী লিলু মিয়া, আব্দুল হক খান, লিটন আহমদ, জাকির হোসেন, মোঃ জামিল, বাসন মিয়া, হোসেন প্রমূখ।

সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৬.১১.২০১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.