সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট জেলা আইনজীবি সমিতির বার্ষিক নৈশভোজ শেষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ করেই সামনের সারিতে বসে থাকা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ৭০ বছর বয়সী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার গানের সাথে শুরু করেন ড্যান্স। তার দেখাদেখি আরও অনেক অ্যাডভোকেটও ড্যান্স শুরু করেন।অচমকা এই বুড়ো বসয়ী লোকদের মর্ডান ড্যান্স দেখে উপস্থিত দর্শকরাও হতবাক হন। তবে মুহুর্তের মধ্যে হাজারও দর্শকের মুহু মুহু করাতালিতে মুখরিত করে তুলেন পুরো অনুষ্ঠানস্থল। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতক পর্ব চালাকালিন সময়ে এমন দৃশ্য দেখা গেছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।মর্ডান ড্যান্স দেয়ার পর বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, রাতে যখন ঘুমাতে যাই তখন মনে বয়স অনেকটা বেড়ে গেছে। কিন্তু দিনের বেলা যখন কাজ করি তখন নিজেকে মনে হয় ১৮ বছর বয়সী যুবক। ছোটবেলা গান করতাম, গানের সাথে ডান্স করতাম। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনার পর নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই ড্যান্স করে মনকে চাঙ্গা করলাম।’
সিলেটে আইনজীবীদের মর্ডান ড্যান্স
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৭, ২০১৫ | ১০:৫১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »