সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

‘পেছনে মৃত্যু নিয়ে সামনে জীবন’

7নিজস্ব প্রতিবেদক :‘ঝুলিয়ে বাঁশের ভারে বৃদ্ধা দিদিমা/কোলে কাঁখে রুগ্ন শিশু মলিন ভাঙা/বাক্সে সম্বল সব পার্থিব জীর্ণ চাদর/শরীরের নিভৃতে নিয়ে শেষ পাড়ানির কড়ি/পেছনে মৃত্যু নিয়ে সামনে জীবন।’

 

এই লাইনগুলো তানভীর মোকাম্মেলের ‘কবিতাগুচ্ছ’ এর ‘শরণার্থী ৭১’ কবিতার অংশ। এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

 

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে এই কাব্যগ্রন্থ ও ‘দুই নগর’ নামের একটি উপন্যাসের প্রকাশনা উৎসব করা হয়। উৎসবে বই দুটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান খালেদ হোসাইন, কবি রুবি রহমানসহ বিশিষ্টজনেরা। উৎসবের মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

বই দুটি প্রকাশনায় রয়েছে, ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স। এর প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন মুম রহমান। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আবিদ এ আজাদ। নকশা ও সাজসজ্জায় ইমেজেস। কাব্যগ্রন্থটির মূল্য ১৫০ টাকা এবং ‘দুই নগর’ উপন্যাসের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। তবে প্রকাশনা উৎসবে বই দুটিতে ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়।

 

উৎসবে কয়েকটি কবিতা আবৃতি করেন ফরিদা মজিদ। এ ছাড়া একটি কবিতা আবিদ এ আজাদের আবৃতির সঙ্গে সঙ্গে পরিবেশন করেন নিডো ও স্মৃতি। এটি ছিল উৎসবের একটি ব্যতিক্রম বিষয়। এ ছাড়া অতিথিদের শুভেচ্ছা জানানোর প্রক্রিয়াটাও ছিল ভিন্ন। উৎসবের শুরুতেই তাদের টবে থাকা ক্যাকটাস উদ্ভিদ দিয়ে বরণ করে নেওয়া হয়। উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরদৌস বাপ্পী।

 

অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, কাব্যগ্রন্থ ও উপন্যাসে ৪৭ এ দেশভাগ, ৭১ এর মুক্তিযুদ্ধ ফুটে উঠেছে। শুধু বাঙালি জাতি নয়, বিপন্ন বিহারীদের নিয়েও লেখকের চিন্তা রয়েছে। উপন্যাসে কলকাতা থেকে একটি মেয়ে বাংলাদেশে আসে গবেষণা করতে। তার বাবা-মাও এক সময় এদেশে ছিল। সে আদিভিটায় যায়। সেখানকার লোকজন প্রথমে তাকে সমাদর করে। বিষয়টি তার কাছে বেশ ভাল লাগে। আবার পরে যখন ‘কলকাতা থেকে এসেছে’, ‘হিন্দু’ বলে যখন তিরষ্কার করে, তখন ধাক্কা খায়। এভাবেই নানা ঘটনায় শেষ হয় উপন্যাস। যারা উপন্যাসটি পড়বেন, তারা উপভোগ করবেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান খালেদ হোসাইন ‘দুই নগর’ উপন্যাসের সারমর্ম বলতে গিয়ে বলেন, ‘কমলালেবু খাওয়ার চেয়ে ভিটামিন সি ট্যাবলেট খাওয়া হচ্ছে- সারমর্ম বলা। উপন্যাসের কাছে পাঠকের প্রত্যাশা অনেক। জীবনকে গভীরভাবে দেখা ও তা পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা। তানভীর মোকাম্মেলের উপন্যাসে ভাষা, সংলাপ, চরিত্র ,নির্মাণ কৌশল অসাধারণ। সাহিত্য বলতে যা বোঝায়, সাহিত্যের কাছ থেকে মানুষ যা প্রত্যাশা করে, যে রস আস্বাদনের আশা করে, তানভীর মোকাম্মেলের উপন্যাস থেকে তা পরিপূর্ণভাবে পাওয়া যাবে বলে আমি মনে করি।’

 

 

 

কবি রুবি রহমান বলেন, ‘তানভীর মোকাম্মেলকে চলচিত্রকার হিসেবে জানি। এক অনুষ্ঠানে তার কবিতা পাঠ শুনেছি। কিন্তু একটা কবিতার বই এত তাড়াতাড়ি উপহার দেবেন, তা ভাবতে পারিনি। তার কবিতায় মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ঐতিহ্য, যে চেতনায় বাংলাদেশের জন্ম, যে চেতনা তার শেকড়ের দিকে টানে, সেসব বিষয় তিনি ফুটিয়ে তুলেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় যাদের টান রয়েছে, তাদের  উজ্জীবিত করবে তানভীর মোকাম্মেলের কবিতা।’

 

তানভীর মোকাম্মেল বলেন, ‘বই দুটি সকলে পড়লে আমি খুব খুশি হব। এ মাসে পশ্চিমবঙ্গ থেকেও ‘দুই নগর’ উপন্যাসটি ভিন্ন ব্যবস্থাপনায় প্রকাশিত হবে। তারা সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে এ মাসে যাব।’

 

মুম রহমান বলেন, ‘কবিতাগুচ্ছ’ ও ‘দুই নগর’ উপন্যাসের মাধ্যমে ‘ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আর বই দুটি তানভীর মোকাম্মেলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ও উপন্যাস।’

 

দুই নগর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তানভীর মোকাম্মেলের প্রথম উপন্যাস ‘দুই নগর’ ঢাকা আর কলকাতাকেন্দ্রিক। কলকাতার মেয়ে জয়িতা চক্রবর্তী ঢাকা আসেন ’৪৭ এর দেশভাগ নিয়ে গবেষণার কাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়হান তাকে এ গবেষণায় সহায়তা করেন। জয়িতার বাবা-মা একসময় বাংলাদেশে ছিলেন। সামন্ত জমিদার পরিবারের মেয়ে জয়িতা এই সুযোগে নিজের পিতা-মাতার আদি আবাসটাও ঘুরে দেখে যান। আকস্মাৎ এক বর্ষার রাতে সহযাত্রী রায়হানের সঙ্গে তার মিলন হল। এই মিলন কি হিন্দু-মুসলমান, বাংলাদেশ-ভারতের মিলনের কোনো ইঙ্গিত! না, তানভীর মোকাম্মেল কোনো সরল প্রেমের গল্পের আড়ালে আবেগী ইঙ্গিতে বিশ্বাসী নন। করপোরেট কালচার, নারী স্বাধীনতা, যৌনতা, নৃতত্ত্ব, জাতি সত্ত্বা, ইতিহাস, অর্থনীতি, ধর্ম, রাজনীতি, মানবিকতা, মিডলাইফ ক্রাইসিস, দেশভাগ, মুক্তিযুদ্ধ, শাহবাগ আন্দোলন- এমনি সব বিষয় চলে এসেছে ৯০ পৃষ্ঠার ছোট পরিসরের ‘দুই নগর’ উপন্যাসে। দুই বাংলার মানুষকে, ইতিহাস, রাজনীতি, ধর্মবোধকে জানতে-বুঝতে, ভাবতে-ভাবাতে ‘দুই নগর’ উপন্যাস হতে পারে একটি মাইলফলক।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.