
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটের তাকে উপজেলার বগুলা ইউনিয়নের আছির নগর মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ,থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, এস আই পান্নালাল দেসহ দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পারিবারিক সূত্রে জানা যায় রবিবার(৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ৩ পুত্র এবং ৩ মেয়ে রেখে গেছেন।
এদিকে শমসের আলীর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।
পঠিত : 83