
আজ ৩০ আগস্ট সকালে বানারীপাড়ার চাউলাকাঠি এলাকায় সন্ধা নদীর তীরে ভেসে আসে তানহার লাশ। জানা গেছে নাসিম স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গ্রামের বাড়ি বেড়াতে এসে এ দূর্ঘটনা ঘটে, জানা গেছে তানহা তার ভাই তাজহান হাসান নিবির মোল্লা (১২) কে নিয়ে বাড়ির সামনে নদীতে গোসল করতে যায়। ঘটনার দিন পানিতে নেমে গোসল করার সময় পানির স্রোতে ভাই বোনকে ভাসিয়ে নিয়ে যাবার সময় মা রাবেয়া তালুকদার তানিয়া বেগম লাফিয়ে পরে বাঁচাতে চেষ্টা করেন কিন্তু পানির স্রোতে কন্যাকে রাখতে পারেনি শুধু ছেলেকে নিয়ে পাড়ে উঠতে পারলে ও মেয়ে স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেও সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ তানহাকে উদ্ধার করতে সক্ষম হয়নি।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকালে এ রব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সন্ধ্যা নদীর চড়ে তানহার লাশ ভেসে আসে।নিশাত তাছলিমা তানহা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এ প্লাস পেয়েছিল।