সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর মহিলা দলের ২নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে চারটায় নগরীর দাড়িয়াপাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভানেত্রী ভিপি সামিয়া বেগম চৌধুরী বলেন, বর্তমান সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আছে বিধায় দেশের জনগণের জন্য যেমন কোন দায়বদ্ধতা নেই তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেও দ্বিধা করে না। তিনি অবিলম্বে তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।
কর্মী সভায় সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা শাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু নিহার রঞ্জন দাস। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী আসমা আলম, সহ সভানেত্রী মিনারা হোসেন, তানিয়া রহমান, শিখা হাওলাদার, হাফসা
খানম,পারবিন বেগম প্রমুখ। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর মহিলাদলের ২ নম্বর ওয়ার্ড এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাফিয়া খাতুন মনিকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি