সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বস্তা চিনি ও পরিবহনে ব্যবহৃত দু’টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মধ্যনগর থানার এসআই মশিউর রহমান, রফিজুল মিয়া এবং এএসআই কাজল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর থানাধীন বাঙ্গালভিটা এলাকার মাঝেরছড়ার মুখ সংলগ্ন বাঁধ থেকে এসব পণ্য জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়ার ছোটভাই ইসলাম নুর (৪২), একই গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন (২৮), মোহাম্মদ আলী (৩৮) সীমান্ত লাগোয়া বিনোদপুর গ্রামের মোবারক আলীর ছেলে সম্রাট (৩২) মুজরাই গ্রামের সুরঞ্জন বর্মন (২৫)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন চিনিসহ ৫ চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।