সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, নৌকা আর শেখ হাসিনা কোনো বিকল্প নেই এই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে। দেশ ও জনগনের কথা কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই চিন্তা করে সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। আর তাই আস্থা আর বিশ্বাস রেখেই আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই নির্বাচিত করার আহবান জানান।
তিনি (৪ অক্টোবর) বিকালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আওয়ামীলীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশের গনতন্ত্র শৃঙ্খল মুক্ত করে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ইতিহাস সৃষ্টি করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে হাওরাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আর দেশে বজায় রাখতে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা, ধরমপাশা উপজেলা আওয়ামী সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধরমপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুপের আহমদ অপু, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, ধরমপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধরমপাশা সদর ইউপি সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহিন রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, সদস্য আজিজুল হক, বাদল দেবনাথ, আওয়ামিলীগ নেতা আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সামায়ুন কবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম আর খান সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর, আহ্বায়ক উজ্জ্বল মিয়া, এডভোকেট ওয়াসীম, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রুম্মন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন প্রমুখ। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।