সিলেটপোস্ট ডেস্ক::পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তিস্তা ইস্যুতে নীতিগতভাবে বাংলাদেশ ভারত একমত, তবে কিছু কারণে আটকে আছে। তা সময় মতো সমাধান হয়ে যাবে। ভারত বাংলাদেশের মধ্যে সব ধরণের জটিল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করেছি।
বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে তিননব্যাপী বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়লগ (১১তম রাউন্ড) শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার আহবান জানিয়ে বলেন, আমি অদূর ভবিষ্যতে ভিসামুক্ত ভারত বাংলাদেশের সম্পর্ক চাই।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে বাংলাদেশ ভারত ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতা যুদ্ধের ভারতের অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। দুদেশের মধ্যে রয়েছে মূল্যবান সুসম্পর্ক। রাজনৈতিক সম্পর্ক, সাংস্কৃতিক সাদৃশ্য গত ৫০ বছর ধরে চলে আসছে। বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ একই ধরনের। এগুলো হলো সন্ত্রাস, মাদক, মানবপাচার মোকাবেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ভারতীয় লোকসভার সদস্য ও সাবেক মন্ত্রী ভিনসেণ্ট পালা, ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাসগুপ্ত, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।