সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. সোহেল আহমদের পিতা সুরুজ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহষ্পতিবার ভোর পৌনে ৫টায় দক্ষিণ সুরমার খানুয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।
বৃহষ্পতিবার বাদ জোহর দক্ষিণ সুরমা খানুয়া শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
মো. সোহেল আহমদের পিতা সুরুজ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ সংগঠন এর নেতৃবৃন্দ।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।