সিলেটপোস্ট ডেস্ক::মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজিজ মিয়া বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার। আজিজ মিয়া
চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
তার পরিবার জানিয়েছে, আজিজ মিয়ার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় চার লাখ টাকার প্রয়োজন । আজিজ মিয়া দিনমজুরি কাজ করতেন, তার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। প্রায় চার পাচ বছর আগে একজন লন্ডন প্রবাসীর সহায়তায় আজিজ মিয়ার ঘর পাকা করে দিয়ে লন্ডন প্রবাসী ও চিরনিদ্রায় শায়িত রয়েছেন । সমাজে বিত্তশালী কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন আজিজ মিয়া। এক ছেলে দিনমজুরি কাজ করে পরিবার সামলাতে হিমসিম কাচ্চেন। বাবার ব্যায়বেহুল চিকিৎসা ও অর্থের অভাবে ৬ মাস ধরে ডক্তার দেখাতে ও ওষুধ কিনতে পারছেন না ।
জানা যায় আজিজ মিয়া পিতা: মৃত মজিদ উল্যাহ,মাতা: আকুল বিবি,জন্ম তারিখ: ৩ জুলাই,১৯৭০ ভোটার আইডি নং: 9110851705639 সিলেট ওসমানী উপজেলার উমরপুর ইউনিয়ন এর বড় ইসবপুর গ্রামের বাসীন্দা বর্তমানে তিনির দুই মেয়ে এর মধ্যো এক মেয়ে বিয়ে দিয়েছেন আর ঘরে এক মেয়ে ১৮ বছর বয়স, এক ছেলে, পরিবার এর ১স্ত্রী এবং মাতা রয়েছেন।তার পরিবার সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানো ও যোগাযোগ নাম্বার বিকাশ +8801731-024421