সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিশু কিশোরদের সঠিক ধারায় গড়ে তুলতে খেলাঘর কাজ করে যাচ্ছে। আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, আমিও খেলাঘর আসরের একজন কর্মী ছিলাম। সাংস্কৃতিক হাতে কড়ি হয়ে খেলাঘরের মাধ্যমে আজও আমি খেলাঘরের কর্মী হয়ে কাজ করতে চাই। খেলাঘরের মাধ্যমে শিশুরা তাদের মেধা বিকাশ ঘটাচ্ছে।
তিনি শুক্রবার (১০ মে) রাতে সিলেট নগরীর ক্বিনব্রীজ এলাকায় সারদা হলে খেলাঘর এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) তাপশী চক্রবর্তী লিপি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক ও মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক অপূর্ব শর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধান চন্দ্র দেব, সিরাজউদ্দিন শিরুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরমা খেলাঘর আসরের সভাপতি দ্বীনবন্ধু পাল, আহমেদুর রশীদ রিপন, অধ্যাপক শিপ্রা রায়, প্রক্তণ খেলাঘর কর্মী নিগাশ চক্রবর্তী, আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, সূর্যলোক খেলাঘর আসরের আহবায়ক হরিপদ গোস্বামী, বিশ^জিত দেব মিন্টু, চারু বিভাগ সোপান শিশুদের সংস্কৃতিক বিকাশ কেন্দ্রের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, ছড়াকার জেলা কমিটির সম্পাদক পরিতোষ বাবন, জেলা কমিটির সহ সভাপতি বনোজ চক্রবর্তী বুলবুল, চম্পাকলি খেলাঘরের সভাপতি শ্রী নিবাস চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল আহমদ, সম্পাদক অভিনন্দন ধর চৌধুরী রাতুল প্রমুখ।