
মুক্তির একদিনের মধ্যে ৮ লাখের বেশি মানুষ দেখেছেন ইউটিউবে। ‘হেট স্টোরি টু’, ‘হেট স্টোরি থ্রি’-র বক্স অফিস সাফল্যের পর এ বার পরিচালক বিশাল পান্ধের ইরোটিক থ্রিলার সিনেমাটি মুক্তি পাবে আসছে ১৬ ডিসেম্বর।
এক আইনজীবীর জীবনের গল্পকে চিত্রনাট্যের রূপ দেয়া হয়েছে। সেই চরিত্রে দেখা যাবে সানাকে। ট্রেলারে একাধিক নায়কের সঙ্গে সানার ঘনিষ্ঠতার দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিভিন্ন চরিত্রে এখানে দেখা যাবে সানা খান, শরমন যোশি, গুরমিত চৌধুরীকে। সিনেমাটিকে ইতোমধ্যে বলিউডের সবচেয়ে হট বলে ব্যখ্যা দিয়েছেন খোদ নির্মাতা নিজেই।