মিডিয়া ডেস্ক, সিলেটপোস্ট২৪ডটকম : নির্বাচনী মাঠ থেকে অবসর নিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান প্রতিবেদক দীপ আজাদ। তাকে আর নির্বাচনের মাঠে খবর সংগ্রহ করতে দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টা্টাসে তিনি তা তুলে ধরেছেন। স্টাটাসটি হুবহু সিলেটপোস্ট’র পাঠকের জন্য তুলে ধরা হলো : ‘৯৩ সালের সিটি নির্বাচনে ভোটার হিসেবে আমার যাত্রা শুরু। ৯৬’র জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোটার নই আমি, রিপোর্টারও। কাভার করলাম দৈনিক ইনকিলাবের রিপোর্টার হিসেবে। দৈনিক যুগান্তরের হয়ে ২০০১’র জাতীয় সংসদ নির্বাচন। ২০০৮’র জাতীয় সংসদ নির্বাচন বাংলাভিশনের রিপোর্টার হিসেবে। ২০১৪’র জাতীয় সংসদ নির্বাচন বৈশাখী টিভি’র রিপোর্টার হিসেবে। এর মাঝে বেশকিছু বড় সিটি ও উপ নির্বাচন কাভার করেছি সরাসরি মাঠ পর্যায় থেকে। শুধু দৈনিক সমকালে কাজ করার সময় কোন নির্বাচন কাভার করা হয় নাই।বরাবরই নির্বাচন রিপোর্টিং আপনার প্রিয় বিষয়গুলোর একটি। আজ সিটি নির্বাচন ছিল আমার মাঠ পর্যায় থেকে সর্বশেষ রিপোর্টিং। ভোট কেন্দ্র থেকে আর জানাবো না তাজা খবর, অথবা ভোটের নানা ফ্যাক্টর। নির্বাচন বিষয়ক রিপোর্টিং কে অবশ্যই মিস করবো। কাকডাকা ভোরে মুনমুনকে বিষয়টি সবার আগে জানাই। সে তো অবাক, জানতে চাইলো কেন ? সাদামাটা উত্তর, আর কতো ? অনেকদিন তো হলো, ৯৬ থেকে শুরু, এখন ২০১৫ সাল। এতগুলো নির্বাচন কাভার করতে গিয়ে পেছনের অনেক মজার মজার ঘটনা যেমন আছে, তেমনি অপ্রিয় ঘটনাও কম না। একদিন সময় সুযোগ হলে তা তুলে ধরার চেষ্টা করবো।’
নির্বাচনের রিপোটিং থেকে অবসরে দীপ আজাদ!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: এপ্রিল ২৯, ২০১৫ | ৬:২১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »