সিলেটপোস্ট রিপোর্ট : গোপালগঞ্জের মোকসেদপুরে চর প্রসন্নদী এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নসিমনের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মোকসেদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোকসেদপুরগামী যাত্রীবাহী নসিমনটি চর প্রসন্নদী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত ও ২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।