স্পোর্টস ডেস্ক ॥ বৃষ্টির কারণে ১০ ওভারের সীমিত খেলায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে কিংস ইলাভেন পাঞ্জাব। পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেটে ৮৪ রান করে ব্যাঙ্গালুরু।
ব্যাঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ১৪ বলে ২০ রান করেন মান্দিপ সিং। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আনুরিত সিং ও অক্ষর প্যাটেল। ম্যাচ সেরা হন অক্ষর প্যাটেল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৬ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ১২ বলে ৩১ রান করেন ঋদ্ধি। এছাড়া ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ব্যাঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান হার্শাল প্যাটেল ও চাহাল।