বিনোদন ডেস্ক : সহসা বিয়ের পিঁড়িতে বসছেন না বলিউডের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউত। বয়স তার ২৮ পেরিয়ে গেলেও তিনি এনিয়ে এখনই কিছু ভাবতে চান না।
তিনি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেছেন, ‘বিয়ে হচ্ছে একান্ত নিজস্ব একটা বিষয়। কোন সামাজিক চাপে কারোরই বিয়ে করা উচিৎ নয়’।
‘কুইন’ কঙ্গনা আরও বললেন, ‘কেউ তার ইচ্ছের বাইরে বিয়ে করা মানেই তার ভবিষ্যৎ পণ্ড। আমি বলবো, এটা পছন্দের বিষয়, জোরাজুরির নয়।’
‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির প্রচারণায় কঙ্গনা এখন মহাব্যস্ত। পুরস্কার পাওয়ার পর থেকে বলিউডে তার গুরুত্বও বেড়েছে অনেকখানি। আর তাই সময় দিতে হচ্ছে সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য দেওয়ার পেছনেও।