বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান এবং সানির লিওনের পর এবার মামলা হলো সংগীতশিল্পী মিকা সিংয়ের বিরুদ্ধে। টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার মামলা হয়েছে তার বরিুদ্ধে। তার বিরুদ্ধে মামলাটি করেন প্রিয়াংকা চাদ্দা নামের এক নারী। জানা যায়, আহমেদাবাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক প্রিয়াংকা চাদ্দা গত রবিবার মিকা সিংয়ের কনসার্টের বাইরে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
প্রিয়াংকার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের আওতায় গত মার্চ মাসে আহমেদাবাদে একটি কনসার্ট করার কথা ছিল মিকা সিংয়ের। কনসার্টের জন্য এই শিল্পীকে অগ্রিম প্রায় ২৭ লাখ রুপিও দিয়ে দেন প্রিয়াংকা। তবে সোয়াইন ফ্লু’র কারণে সেসময় কনসার্টটি স্থগিত করা হয়।
পরবর্তীতে অন্য আয়োজকদের সঙ্গে চুক্তি করে মিকা সিং সম্প্রতি সেখানে কনসার্ট করেন। আর ২৭ লাখ রুপি খোয়ানোর হতাশায় প্রিয়াংকা সেখানে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গেই প্রিয়াংকাকে হাসপাতালে নেন এবং মিকা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় অাইনে ৪২০, ৪০৬, ১১৪, ১২০বি এবং ৫০৬ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন।