সিলেট পোষ্ট রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে দুইশ নেশার বড়ি ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম।
মাদক বিক্রির দায়ে চাচাতো ভাই সাইজুল ইসলাম ওরফে সুন্দর আলী আটক হওয়ার খবর পেয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি নিজেও ইয়াবাসহ আটক হন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীম ও সুন্দর মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুন্দর আলীকে আটক করে থানায় আনা হচ্ছিল। এ খবর পেয়ে ৫/৬ জন সহযোগীকে নিয়ে শামীম রাস্তায় পুলিশকে থামায় এবং তর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সুন্দর আলী পালিয়ে যাওয়ার সুযোগ পায়। পরে শামীমের দেহ তল্লাশি করে তার কাছেও দুইশ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।