সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

গড় আয় করছে ‘বম্বে ভেলভেট’

43সিলেট পোষ্ট  ডেস্ক : আগামীকাল বলিউডে নির্মিত দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে। শিডিউল অনুযায়ী গত শুক্রবার ‘বম্বে ভেলভেট’ এবং ‘ইশকেদারিয়াঁ’ চলচ্চিত্র দুটি মুক্তি পাবার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে ‘ইশকেদারিয়াঁ’ ফিল্মটি মুক্তি পায়নি; এই ফিল্মটির মুক্তির তারিখে ২৯ মে তারিকে পুনঃধার্য করা হয়েছে। স্বাভাবিকভাবেই একক চলচ্চিত্র হিসেবে ‘বম্বে ভেলভেট’ বেশ কিছুটা সুবিধা পেয়েছে। বাণিজ্যিক বিবেচনায় এই সুবিধা খুব যে কাজে লেগেছে তা বলা যাবে না। আবার এই ধারার চলচ্চিত্র যে ব্লকবাস্টার হবে তাও পূর্বাভাস দেবার উপায় নেই। একটু ভিন্ন ধারার ফিল্ম বলে ফিল্মটির আয় যথেষ্ট সন্তোষজনক বলা যায় এক বিবেচনায়। তবে সমালোচকরা ফিল্মটিকে খুব অনুকূল মত দেয়নি। সপ্তাহান্তে ফিল্মটি যা আয় করেছে তা এই বছর মুক্তি পাওয়া সব চলচ্চিত্রের মধ্যে দশম।নির্মাণের অনেক আগে থেকে কিছু ফিল্ম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এমনই একটি ফিল্ম ‘বম্বে ভেলভেট’এটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ;  সুতরাং সেই শ্রেণীর দর্শক যারা বলিউডের ভালো ফিল্ম দেখতে চায় তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল এটির জন্য। তবে তার কিছুটা হলেও যে আশাহত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পিরিয়ড ড্রামা ফিল্মটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা, মনীশ চৌধরী, কে কে মেনন, করণ জোহর, সিদ্ধার্থ বসু, রেমো ফার্নান্দেজ প্রমুখ। তারকার তালিকা দেখে বোঝা যায় এটি এ ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধ। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এতে পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছেন; এটাও তো একটি চমক। কিন্তু এর পরও ফিল্মটি প্রথম দিন আয় করেছে ৫.২ কোটি রুপি, যা সাম্প্রতিক ‘এক পেহেলি লিলা’ এবং ‘পিকু’র প্রথম দিনের আয়ের চেয়ে কম। দ্বিতীয় দিন ফিল্মটির আয় ছিল ৫.১ কোটি রুপি। রোববারের ৫.৮ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে ফিল্মটির আয় হয়েছে ১৬.১ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.১ কোটি রুপি।আগে মুক্তি পাওয়া ফিল্মের মধ্যে ‘গাব্বার ইজ ব্যাক’ এই সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ৮২ কোটি রুপি; চলচ্চিত্রটির শতকোটি ক্লাবের সদস্য হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পাবে। ‘পিকু’ এই সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ৫৬ কোটি রুপি। ‘পিকু’র সঙ্গে মুক্তি পাওয়া ‘কুছ কুছ লোচা হ্যায়’ এই সপ্তাহান্তেও ৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারেনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.