সিলেটপোস্টরিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আমানগন্ডার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তর থেকে রিপন (২৫) নামে এক যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফ ও বিজিবি এ লাশ উদ্ধার করে। রিপন দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা উপজেলার শালুকিয়া গ্রামের আবদুল হকের ছেলে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে লাশের সন্ধান পায় যুবলীগ ওই নেতার পরিবারের সদস্যরা।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, এরকম একটি খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।নিহত ওই ব্যক্তি যুবলীগ নেতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো নিশ্চিত নই। উদ্ধারের পর বিস্তারিত জানাতে পারবো।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সীমান্তবর্তী ভারতীয় কাঠালিয়া থানার রাজনগর এলাকার মনু মিয়া মাজারের দক্ষিণে পূর্ব-পশ্চিম মুখী একটি গর্তের মধ্যে নিহত ব্যক্তির হাত দেখতে পেয়ে স্থানীয় জনতা বিএসএফকে খবর দেয়। পরে বিএসএফ ও বিজিবি স্থানীয় লোকদের নিয়ে গর্ত থেকে লাশটি উদ্ধার করে।রিপনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিল।রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রাজনগর ক্যাম্পের বিএসএফর কোম্পানি কমান্ডার শ্রী মনজ কুমার ও বাংলাদেশের ১০নং ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম মাওলার উপস্থিতিতে লাশ হস্তান্তরের জন্য পতাকা বৈঠক চলছে।
ভারতীয় সীমান্ত থেকে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ১০:৪৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »