সিলেট পোস্ট রিপোর্ট: ফিতুর ছবির শুটিং চলাকালীন ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে ঘাড়ে ও পায়ে চোট পেলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই ছবিতে ক্যাটরিনার একটি ঘোড়ায় চড়ার দৃশ্য ছিল। শট দেওয়ার সময় কিছু ভুল ত্রুটি হওয়ায় ঘোড়ার পিঠ থেকে পড়ে যান তিনি। ফিতুর ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপূর। একটি বিশেষ চরিত্রে রয়েছেন বলিউড ডিভা রেখা। এই সিনেমার ক্যাটরিনা ও আদিত্যর একটি চুম্বনরত দৃশ্য কিছুদিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। ফিতুর ছবির চিত্রনাট্য নির্মিত হয়েছে চার্লস ডিকেন্সের দ্য গ্রেট এক্সপেক্টেশন থেকে। এই ছবিতে এক চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন আদিত্য। একজন ধনী বেগমের চরিত্রে দেখা যাবে রেখাকে। তাঁর চরিত্রটি অনেকটা কিতাবের মিসেস হবিশমের আদলে তৈরি করা হয়েছে। ছবিটির পরিচালক অভিষেক কাপূর ও প্রযোজক সিদ্ধার্থ রায় কপূর। ২০১৬ সালের ১২ এপ্রিল সম্ভবত মুক্তি পাবে ফিতর।
ঘোড়া থেকে পড়ে আহত ক্যাট
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ৯:২২ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »