মিলাদ চৌধুরী : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গীর্দ্দ নামক গ্রামে গত মাস দু’য়েক ধরের বাঘের উতপাত লক্ষ্য করা যাচ্ছিল।বাঘের আতঙ্কে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে ভয় পাচ্ছিল।
আশেপাশের প্রাইমারী ও হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্যনীয় হারে কমে যাওয়ায় বিগত ৩ দিন যাবৎ স্কুল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়রা জানান,সন্ধ্যার পর থেকে কেউ বাঘের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না।
পরে স্থানীয়রা এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান ও ওয়ার্ড মেম্বার মল্লিক রহমানকে অবহিত করলে তারা এগিয়ে আসেন।
পরে আশেপাশের সকল গ্রামের লোকজনকে এ ব্যাপারে অবহিত করে সকলের এগিয়ে আসার অনুরোধ করে।
পরে আশেপাশের পাঁচ গ্রামের সকল মসজিদে মাইকিং করে জানিয়ে দেয়া হয়,আজ (বৃহস্পতিবার) সকাল ৮ ঘটিকায় স্থানীয় জি জি এম ঈদগাহ ময়দানে সকলে উপস্থিত হয়ে বাঘ নিধনে অংশগ্রহন করতে অনুরোধ করা হয়।
পূর্ব ঘোষিত এই বাঘ নিধন অভিযানে অংশগ্রহন করতে সকাল থেকে আশপাশের গ্রামের সকল যুবক লাঠিসেটা ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযানে নামেন। কিন্তু আসে-পাশের সম্ভাব্য সকল স্থানে অভিযান চালিয়ে বাঘের সন্ধান মিলে নাই।
স্থানীয়রা জানান,আপাতত বাঘের দেখা না মিলায় তাদের অভিযান বন্ধ রাখা হয়েছে,পরবর্তীতে আবারও বাঘের দেখা মিললে তারা পুনরায় অভিযানে নামবেন।