সিলেটপোস্টরিপোর্ট:ব্রিটেনে রেষ্টুরেন্টের কেনোপি, ওয়াটার কুকার, মেটাল তান্দুর বক্স ও চাইনিজ কুকার তৈরী করছে সিলেটের খাদিমনগরে স্থাপিত রপ্তানী কারক শিল্প প্রতিষ্ঠান দ্যা ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানী বাই সিলেট ওয়েল্ডিং। এই পন্যগুলো শুধুমাত্র ব্রিটেনে তৈরী হতো। যা বর্তমানে এই শিল্প প্রতিষ্ঠানের নিরলস প্রযুক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এখন সিলেটে তৈরী করা সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে ব্রিটেনের বাজারে কিচেন ইকুইপমেন্ট রপ্তানী করে আসছে। গতকাল বৃহস্পতিবার তাদের ৩৯তম রপ্তানী সম্পন্ন হয়। রপ্তানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপক জাহেদ আহমদ, সহ ব্যাবস্থাপক মো. মনিরুল হক, হিসাব রক্ষক নুরুল ইসলাম, অফিস কর্মকর্তা নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন সুমনসহ প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ। কেনোপি, ওয়াটার কুকার, মেটাল তান্দুর বক্স ও চাইনিজ কুকার ব্রিটেনের বাজারে একমাত্র এ প্রতিষ্ঠানই রপ্তানি করে যাচ্ছে। এছাড়া স্থান সংকুলান সমস্যার সমাধান ও উন্নত ক্যাপিটাল মেশিনারিজের মাধ্যমে আরো নতুন নতুন পন্য তৈরিতে আগ্রহী প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানের ব্যাবস্থাপক জাহেদ আহমদ বলেন, এই প্রতিষ্ঠানের নিয়মিত পন্য ইউরোপের যেকোন পন্যের গুণগত দিক থেকে যথেষ্ঠ উন্নত। প্রবাসী বাংলাদেশী এখন এই ইঞ্জিনিয়ারিং পন্যগুলো ব্রিটেনে স্বল্প মুল্যে ক্রয় করতে পারছেন।
ব্রিটেনের মার্কেটে বাংলাদেশী কিচেন ইকুইপমেন্ট
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১২:৩৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »