সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী- এমপি ইমরান

jkopসিলেটপোস্টরিপোর্ট:সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন- আওয়ামীলীগ সরকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে।  এই সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার যখনই ক্ষমতায় আসে দেশের মানুষ শান্তিতে বাস করে। তারা তাদের ন্যায্য নাগরিক সুবিধা ভোগ করে। তিনি আজ গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পৃথক ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সকাল ১১টায় মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান। ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জয়ন্ত দাস সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন- শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধা দিচ্ছে। শিক্ষিত এবং দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সরকারের এ প্রচেষ্ঠা অব্যহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি এম. মুহিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হাসান আমিরুল। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন, সহ সম্পাদক নাছির উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ শাহিন, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাকির উদ্দিন, আঙ্গারজুর আলিম মাদ্্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী, তোয়াকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান মোঃ লোকমান, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান, মিছবাহ আহমদ, আরিফ মাহমুদ শাহিন, মহি উদ্দিন মহি, ইউ.পি সদস্য মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিসবাহ উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদ বিধান চন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা সোহান দে, সেলিম আহমদ, ফয়েজ আহমদ, সাফায়াত জামিল তারেক, সাদিক মিয়া, সোহেল আহমদ, মাসুক আহমদ প্রমুখ।
উল্লেখ্য আজ সকাল থেকে  ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে সালুটিকর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, ৬২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের উদ্বোধন, নবপ্রতিষ্ঠিত সুন্দ্রগাঁও সরকারি বিদ্যালয়ে ৬২ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন, আঙ্গারজুর আলিম মাদ্রাসায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবন, ৩১ লক্ষ ব্যয়ে কদমতলা ব্রীজ ও ১১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সালুটিকর-চলিতাবাড়ী রাস্তার মাটি ভরাট রাস্তার উদ্বোধন করেন।এছাড়া তোয়াকুল ইউনিয়নে ৬২ লক্ষ টাকা ব্যয়ে জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও লাকী গ্রামের মাঝাপাড়ায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের উদ্বোধন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.