সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৮ নভেম্বর কোর্ট পয়েন্টের জনসভা সফলের লক্ষে বিভিন্ন জায়গায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের পীরেরবাজার, মদিনা মার্কেট, কাজিটুলা, মিরাবাজারে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট ও ছাত্র ফ্রন্টের আয়োজনে কর্মীসভাগুলো অনুষ্টিত হয়। কর্মীসভাগুলোতে বক্তব্য রাখেন- বাসদ জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ জেলার নেতা প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, বাসদ নেতা নাজমুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী শাকিব, ছাত্রফ্রন্ট নেতা বদরুল আমিন, বদরুল ইসলাম, আশিক মোস্তফা, বিশাল দেব উৎস, সাজ্জাদ আহমদ, রাজা আহমদ, আহাদ আহমদ প্রমুখ।বাসদ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৮ নভেম্বর ২০১৫, শনিবার, বিকাল ৩ টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জনসভা অনুষ্টিত হবে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক জননেতা কমরেড খালেকুজ্জামান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।কর্মীসভায় বক্তারা দুর্বৃত্তায়িত-লুটপাটের রাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার জনসভাকে সফল করার জন্য দলের সকল নেতাকর্মী, সমর্থকসহ সিলেটবাসীকে আহ্বান জানান।
জনসভা সফলের লক্ষে বিভিন্ন জায়গায় বাসদের কর্মীসভা অনুষ্ঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ১১:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »