সুরমা ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ২:২৪ পূর্বাহ্ণ
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিবুধবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ এ উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় হারুন অর রশীদ বলেন, আমরা গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি, পর্যাক্রমে ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। এসময় ইউনিয়নে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




