কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ২:৪৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি::মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩০)। মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।
নিহত সুনীল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে। এ ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় চন্দ্র গোয়ালা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ভাতিজার ঘরের সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এ সময় ভাতিজা সুনীল প্রতিবাদ করলে এক পর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনীল মারাত্মক আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুনীলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারে অভিযান চলছে।




