গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সোনাটিলা হাইওয়ে রোড থেকে নূর ইসলামের বাড়ি পর্যন্ত চলাচলে উপযোগী করতে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে ইউনিয় পরিষদ উন্নয়ন সহায়তা (বিবিজি) তহবিল থেকে ২শ’ ৮০ফুট সিসি ডালাই রাস্তার এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানুষের যাতায়াতের সুবিধার্থে এ রাস্তাটির সংস্কার কাজ করা হয়।
এ ব্যাপারে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে এই রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। এই রাস্তাটির জন্য দুই লাখ ৮১ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়েছে
ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডেই রাস্তার কাজ করা হচ্ছে। আমার ইউনিয়নের যেকোন যায়গায় রাস্তার বেহাল দশা থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার ইউনিয়নের পক্ষ থেকে রাস্তাগুলো সঠিকভাবে সংস্কার করে দেওয়ার।
আপনারা দোয়া করবেন আমি যেন আমার সকল মেম্বারদের নিয়ে পূর্ব জাফলং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে পারি।