সিলেটপোস্ট ডেস্ক::নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট-এর উদ্যোগে বঙ্গবন্ধু সিলেট বিভাগীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসব শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই উৎসবের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, শুভেচ্ছা স্মারক প্রদান, আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সঙ্গীতানুষ্ঠান।
সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক এ. কে. আজাদ খান।
ক্লাবের সভাপতি, উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক কণ্ঠশিল্পী তুহিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আব্দুল মালিক সিহান এবং কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুনা সুলতানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশীদ, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিশিষ্ট কবি আব্দুল আজিজ চৌধুরী, বিশিষ্ট কবি সিরাজুল হক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামীম আহমদ, বিশিষ্ট বাউল শিল্পী ফকির মাহমুদা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি কণ্ঠশিল্পী মাসুম জামান, যুগ্ম সম্পাদক কণ্ঠশিল্পী জনি সরকার, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী ধিরজীৎ সিংহ, সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী মাসুম সরকার, কণ্ঠশিল্পী মোহন শংকর দাস, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি জুবের আহমদ সার্জন, কণ্ঠশিল্পী মাসুক মিয়া, কন্ঠশিল্পী নির্মলেন্দু দেব নিবু, কবি সাজিদুর রহমান প্রমুখ।