সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬-ই অক্টোবর ২০২৩, শুক্রবার সকাল ১০টায় নগরীর হাওয়াপাড়াস্থ সিলেট ফুড প্যালেসে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির’র সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, পূর্বজেলা সভাপতি রুহুল আমীন ও পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী।
সহযোগী সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিলেট মহানগর ও শাবিপ্রবির দায়িত্বশীল এবং সিলেট পূর্ব ও পশ্চিম জেলার মনোনীত সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার বিলাল আহমদ চৌধুরী।
মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য লিটন আহমদ জুম্মান ও সেক্রেটারি মনোনীত হন মোঃমিজানুর রহমান, শাবিপ্রবি সভাপতি নির্বাচিত হন হোসাইন আহমদ ও সেক্রেটারি মনোনীত হন ছিদ্দিকুর রহমান, সিলেট পূর্বজেলা সভাপতি মনোনীত হন মুজিবুর রহমান খান ও সেক্রেটারি মনোনীত হন এমাদ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি মনোনীত হন ইমদাদুল হক ইমরান ও সেক্রেটারি মনোনীত হন মোঃ আজমল হোসেন ।
নির্বাচিত/মনোনীত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
সমাবেশের সমাপনী অধিবেশনে সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এর সভাপতিত্বে ও শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ শাহীন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সাবেক কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমদ খান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট জেলা সহ -সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-হাদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান,শাবিপ্রবি সেক্রেটারি ছিদ্দিকুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারি মোঃআজমল হোসেন, পূর্ব জেলা সেক্রেটারি এমাদ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সিলেট পূর্ব জেলার সাবেক বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনসার আহমদ প্রমুখ।