
পুলিশ সুত্রে জানা যায়,, শনিবার (৭ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল চৌকস টিমের অভিযানে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামের সাদিক মিয়া পয়েন্ট জনৈক শিপাউল ইসলাম এর সিএনজি সার্ভিসিং সেন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র মোঃ আবজল হোসেন (৫০),মৃত রহমত আলীর পুত্র মোঃ আজম আলী (২৫) ও দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র মোঃ খলিল মিয়া (২৮)এর হেফাজতে থাকা ১কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজসহ এই ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক তিন গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রুজ করা হয়েছে।
পঠিত : 59