সিলেটপোস্ট ডেস্ক::মহান স্বাধীনতার মাস যথাযোগ্য মর্যাদায় বরণ উপলক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেটের উদ্যোগে নগরীতে শোভাযাত্রা বের করা হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেটের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু করে জেলা প্রশাসকের শোভাযাত্রায় যোগদান করে। পরে জেলা প্রশাসকের শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সিলেট পিটিআই এর ইন্সট্রাক্টর মো. শামীম আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাফরসহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।